ট্রাম্পকে ইউনূসের অভিনন্দন

0
33

বার্তায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয় সুনিশ্চিত হওয়ার মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বাংলাদেশ সরকারের অভিনন্দন জানানো হয়।

মঙ্গলবারের ভোটে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প।

শুভেচ্ছা বার্তায় ইউনূস বলেন, “প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার সুদক্ষ নেতৃত্ব ও ভিশন দিয়ে আমেরিকার জনগণকে অনুপ্রাণিত করার মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের এ বিজয় এসেছে। আপনার দায়িত্বকালে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যদেশগুলোর জন্যও অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হবে।”

বার্তায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহের কথা তুলে ধরেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট অংশীদারত্ব রয়েছে। আগের মেয়াদে আপনার নেতৃত্বকালে সেই সম্পর্ক আরও গভীর ও সুসংহত হয়েছিল। সম্পর্ক আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী। বন্ধুত্বপূর্ণ দুই দেশ অংশীদারত্বের নতুন ক্ষেত্র উন্মোচনে কাজ করলে অমিত সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

LEAVE A REPLY