আপনার বেচে কারনও এসব হতে পারে।
আপনি যদি আপনার জীবন শেষ করে দেয়ার ১০০টা কারণ ও খুজে পান তবুও অন্তত একটা কারন অব্যশই খুজে পাবেন যার কারণে আপনি জীবনটা দীর্ঘায়িত করতে পারেন ।
-আমাদের টাইগাররা একসময় বিশ্বকাপ জিতবে সেটা দেখার জন্য হলেও বাচতে পারেন ।
-গভীর রাতে মার কোলে মাথা রাখার জন্য হলেও বাচতে পারেন
-আষাঢ়ের প্রথম বৃষ্টি মাথায় নিয়ে কদম ফুল পেড়ে এনে রাস্তায় ফুল বিক্রেতা ছোট মেয়েটাকে দেবার জন্য বেচে থাকতে পারেন ।
-রিকশাচালক ছেলেটার জিপিএ ৫পাবার পর হাসি দেখার জন্য বেচে থাকতে পারেন ।
-পাশের বিল্ডিং এর ধার্মিক ছেলেটা কিসের মোহে সারাটদিন মসজিদে পড়ে থাকে সেটা জানার জন্য বেচে থাকতে পারেন ।
-মেসির সাথে রোনাল্ডোর দৈরথ দেখার জন্য বেচে থাকতে পারেন
-অন্তত একটা বিপদগ্রস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বেচে থাকতে পারেন ।
কখনই মিতা নূর কিংবা জিয়া খানকে ফলো করবেন না।আপনার বাবা ,মা ,ভাই ,বোন ,বন্ধুদের কাদানোর কোন অধিকার আপনার নেই ।
মনে রাখবেন ,'suicide is worser than genocide'
আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলেতো কথাই নেই:
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
‘যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে দোজখে অনুরূপভাবে নিজ হাতে ফাঁসির শাস্তি ভোগ করতে থাকবে
। আর যে বর্শার আঘাত দ্বারা আত্মহত্যা করে- দোজখেও সে সেভাবে নিজেকে শাস্তি দেবে। আর যে নিজেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন সে নিজেকে উপর থেকে নিক্ষেপ করে হত্যা করবে।’ [সহীহ ইবন হিব্বান : ৫৯৮৭; তাবরানী : ৬২১]