তথাকথিত ফর্সা হওয়ার ক্রিম থেকে সাবধান
ফর্সা হওয়ার ক্রিম আপনার জীবনে ডেকে আনতে পারে চরম বিপর্যয়, এমনটাই জানাচ্ছেন বৈজ্ঞানিকরা। গবেষণায় দেখা গিয়েছে প্রায় সব ফর্সা হওয়ার ক্রিমেই মেশানো থাকে পারা। যার থেকে ত্বকের অ্যালার্জি, র্যাশ এমনকি ক্যানসারও হতে পারে।
টেলিভিশনে বিভিন্ন চলচ্চিত্র তারকা, খেলোয়ারসহ নানা অঙ্গনের সেলিব্রেটিকে আমরা হরদম দেখি রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনে অংশ নিয়ে সুন্দর সুন্দর কথা বলতে। অনেকসময় এসব ক্রিমের বিজ্ঞাপনে সাতদিনে গায়ের রঙ ফর্সা করারও গ্যারান্টি দেয়া হয়। আর তাদের কথায় ভুলে এসব ক্রিম দেদারসে পৌঁছে যাচ্ছে আগ্রহীদের ঘরে ঘরে।কিন্তু এসব টিভি বিজ্ঞাপনের রমরমা কথার ফাদে পরার আগে একটু ভেবেছেন কী ?
বাজারে প্রথম সারির মোট ১৪টি ফেয়ারনেস ক্রিমের উপর এই পরীক্ষা চালানো হয়। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (সিএসই) পলিউশন মনিটরিং ল্যাবে পরীক্ষা করা সবকটি ফেয়ারনেস ক্রিমেই পারার পরিমাণ পাওয়া গিয়েছে ৪৪ শতাংশেরও বেশি। যা ত্বকের এর জন্য অত্যন্ত ক্ষতিকর ।